প্রতিষ্ঠান প্রধানের বাণী

খুরশিমূল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা-দীক্ষা, শিল্প সংস্কৃতি ও খেলাধুলা সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির  রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। ভিবিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়াঙ্গনেও রয়েছে ঈর্ষনীয় সাফল্য। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা ইতোমধ্যেই জেনেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উন্নত বিশ্বের সাথে এগিয়ে নিতে সরকার নতুন কারিকুলা চালু করেছে। নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমাদের সহায়তা করুন। সর্বপরি এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভাল ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমদের প্রত্যাশা।  পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।